হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, এই বাংলার মুসলমান বিভিন্ন মসলকে বিভক্ত ৷ সেই বিভক্ত মানুষকে মানবিক চেতনার এক প্লার্টফ্রমে হাজির করার প্রয়াসে আমরা চেষ্টা করছি ৷
পশ্চিম মেদিনীপুর মির্জা বাজার এলাকায় জোড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হলো "জিকরে শাহাদতে কারবালা"
কাদেরী টাইমস পত্রিকার সম্পাদক জনাব সৈয়দ মিনহাজ হোসেনের উদ্যোগে এই অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলার বহু ধর্ম প্রান মানুষ ৷
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইরানের কোম শহরের আল মুস্তাফা ইউনির্ভাসিটির অধ্যাপক জনাব মওলানা রিজয়ানুস সালাম খান,
ইরাকের আল নাজাফ ইউনির্ভাসিটির ছাত্র মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব, সত্যের পথে পত্রিকার সম্পাদক জনাব মুস্তাক আহমদ, কলকাতা থেকে এসেছিলেন জনাব মওলানা কামরান হায়দার সাহেব৷
এই বাংলার প্রতিটি জেলার গ্রামে গ্রামে 'আহলে বাইতের পয়গম' পৌঁছানোর কাজ চলছে ৷
আপনার কমেন্ট